ব্রেকিং নিউজ রাজ্য

ইস্তফা দিলেন ফিরহাদ সহ প্রশাসক মন্ডলীর ১১ জন সদস্য

শুক্রবার কলকাতা পুরসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর আজ, শনিবার কলকাতা পুরসভা মুখ্য প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। এদিন নগরান্নয়ন দপ্তরে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। পাশাপাশি পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রশাসকমণ্ডলীর আরও ১১ জন সদস্য। এরা সকলেই এবারে কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী।

ফিরহাদ হাকিম ছাড়া অতীন ঘোষ. দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, রামপেয়ারে রাম, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, সামসুদ্দিনজামান আনসারি, মনজার ইকবাল, আমিরুদ্দিন ববিরাও ইস্তফা পত্র জমা করেছেন।

করোনা পরিস্থিতির জেরে গত বছর কলকাতা পুরসভার নির্বাচন পিছিয়ে যায়। বদলে পুর প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। এদিন পদত্যাগ করা ১২ জনই রাজ্য সরকার মনোনীত প্রশাসক ছিলেন। তৃণমূলের হয়ে ফের টিকিট পেয়েছেন তাঁরা। নিয়ম মেনে মনোনয়ন জমা করার আগে প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন তাঁরা।

বিধায়ক হওয়া সত্ত্বেও যারা কলকাতা পুরভোটে টিকিট পেয়েছেন, তাঁরা হলেন- ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং রত্না চট্টোপাধ্যায়।

এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে একঝাঁক নতুন মুখ। বাদ পড়েছেন অনেকই। তাঁদের সংগঠনের কাজে লাগানো হবে বলে জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।