রাজ্য লিড নিউজ

Elephants On Railway Track: লাইনে হাতির পাল, সংঘর্ষ এড়াল ট্রেন

ফের সদলবলে রেল ট্র্যাকে হাতি। ঠিক সেসময়ই এসে পড়লো যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। চালকদের সতর্কতার কারণে অবশ্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে নাগরাকাটার জলঢাকা রেল সেতু লাগোয়া এলাকায়। ঠিক ওই এলাকাতেই ২০১৩ সালে ট্রেনের ধাক্কায় একসঙ্গে ৭টি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। কাকতালীয়ভাবে যে ট্রেনের ধাক্কায় সেসময় গোটা দেশে আলোড়ন ফেলে দেওয়া ওই ঘটনাটি ঘটে এদিন কিন্তু সেই কবিগুরু এক্সপ্রেস-ই বাঁচিয়ে দিল প্রায় সম সংখ্যক হাতিকে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং বলেন, ‘বুনোদের রক্ষায় রেল দপ্তর ও ট্রেনচালকরা সবসময়েই সতর্ক রয়েছেন। এদিনের ঘটনা ফের তা প্রমাণ করল। ট্রেনচালকদের এজন্য পুরস্কৃত করার ব্যবস্থাও চালু হয়েছে।’

রেল ও স্থানীয় সূত্রেই জানা গেছে, উদয়পুর থেকে কামাখ্যাগামী কবিগুরু এক্সপ্রেসের দুই চালক যখন চাপরামারির জঙ্গল চিরে যাওয়া রেল পথে জলঢাকা সেতুর সামনে তখন দেখতে পান লাইনের ওপর একপাল হাতি খেলে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁরা জরুরিকালীন ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। প্রায় মিনিট তিনেক ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এরপর হাতির পাল রেল লাইন ছেড়ে পাশের জঙ্গলে ঢোকার পরই লোকো পাইলট এসএন এক্কা ও কো-পাইলট পিএস বিশ্বাস ট্রেন নিয়ে গন্তব্যের দিকে রওনা হন।