দীর্ঘ প্রতীক্ষার পড়ে স্বস্তির বৃষ্টি এল বটে দক্ষিণবঙ্গে। কিন্তু বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার। দুঃখজনক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে হাওড়া পৌরনিগমের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই আচমকাই কালবৈশাখীর প্রভাবে ঝোড়ো হাওড়ার দাপট শুরু হয়। তার কিছুক্ষন পর বৃষ্টি নামে। তারপর ত্রিফলা বাতি স্তভে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এই মহিলার।
জানা গিয়েছে, মনীষা সাউ নামের ওই মহিলার বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি শেডের নিচে আশ্রয় নেন। সেখানে থাকা একটি ত্রিফলা বাতি স্তম্ভে হাত দিতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তড়িতাহত হতেই তিনি ছিটকে গিয়ে রাস্তায় জমে থাকা জলে পড়ে যান। দীর্ঘক্ষণ জলের মধ্যেই পড়ে থাকেন তিনি। এরপর হাওড়া থানার পুলিশ ও সিইএসসির কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। ওই বাতি স্তম্ভের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পরে সিইএসসির কর্মীরা এসে ল্যাম্প পোস্টের পরীক্ষা করে বৈদ্যুতিক ত্রুটি সংশোধন করেন। তবে বর্ষার আগেই এই ধরনের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে শহরবাসীর কপালে। আর কয়েকদিনের মধ্যেই বর্ষা শুরু হবে দক্ষিণ বঙ্গে। তবে এই ধরনের ত্রুটি যদি ফের ঘটে তাহলে বৃষ্টি চলাকালীন অথবা তার পরে রাস্তায় বেরোতে নিজের নিরাপত্তা নিয়ে যথেষ্টই ভাবনার মুখে পড়বে শহরবাসী।