আমফানের পর কেটে গিয়েছে ৭২ ঘন্টা। বিদ্যুৎ না আসায় চারিদিকে জলের হাহাকার। বিপাকে পড়ে তাই অনেকেই ফোন করছেন বিদ্যুৎ মন্ত্রীকে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাধারণত নিজেই ফোন ধরেন। ফলে ফোনের ঠেলায় জেরবার হচ্ছেন তিনি। শোভনদেব জানান, বৃহস্পতিবার রাতে তিনি নিজেই প্রায় একশোর উপর ফোন ধরেছেন। ফোন ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়েছেন।
এদিকে দুই ২৪ পরগনা জেলা এবং হাওড়ার একটি অংশে অধিকাংশ বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। কোথাও বাঁশ টাঙিয়ে আপাতত বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। গাছ পড়ে অনেক জায়গায় তার ছিড়ে গিয়েছে। ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে কম করে দিন ১৫ সময় লাগবে বলে মনে করছে বিদ্যুৎ সংস্থা।
অন্যদিকে জানা গিয়েছে, এখন সারা শহরে মোট ২৪টি টিম গাছ কাটা এবং তার গুঁড়ি সরানোর কাজ করছে। প্রতিটি দলে সাত আটজন করে লোক রয়েছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গাছ সরানোর কাজে হাত লাগিয়েছেন। শহরের মূল রাস্তাগুলিকে পরিস্কার করা হচ্ছে। মূল রাস্তা বন্ধ থাকায় বহু গলি রাস্তায় গাছ কাটার গাড়ি ঢুকতে পারছে না। আর গ্রামের মূল রাস্তা পরিষ্কার হওয়ার পর গলির ভেতরে গাছ সরানোর কাজ শুরু হবে।