মানুষ-হাতির সংঘাত মেটাতে স্ন্যাপ ফাউন্ডেশন ও গরুমারা বন্য প্রাণী বিভাগের উদ্যোগে বসানো হল অভিনব সৌরচালিত বিদ্যুতের বেড়া ও আর্লি ওয়ার্নিং সিস্টেম।
গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোরায় হাতি-মানুষের সংঘাত নিত্যদিনের ঘটনা। প্রতি বছর ফসলক্ষতি, ঘর বাড়ি ভাঙা, হাতি ও মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। হাতি মানুষের এই সংঘাত কমানোর লক্ষ্যে স্ন্যাপ ফাউন্ডেশন ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের যৌথ উদ্যোগে এবং WWF ইন্ডিয়ার অর্থানুকূল্যে এবার বসলো এক অভিনব সৌর বিদ্যুতের বেড়া ও আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই ব্যাবস্থা কাজ করবে কিভাবে, জানেন?
সৌর-বিদ্যুৎ চালিত এই বেড়া স্প্রিং খুঁটির সাথে যুক্ত। হাতি এই বেড়া সহজে ভাঙতে পারে না। কারণ এই বেড়া বা খুঁটিতে ধাক্কা দিলে এটি বেঁকে আবার সোজা হয়ে যায়। এই বেড়ার সাথে নাইলন তার দিয়ে সাইরেনও লাগানো আছে। ফলে হাতি বা অন্য বন্যপ্রাণী এই বেড়া স্পর্শ করলেই স্বল্প বিদ্যুতের ঝাটকা যেমন লাগবে, তেমনি সাইরেন বেজে ওঠায় হাতি ও অন্য বন্য প্রাণী পালিয়ে যাবে। পাশাপাশি গ্রামের মানুষ আগাম জানতে পারবে যে, হাতি এসেছে। ফলত এতে মানুষ ও বন কর্মীরা আগাম প্রস্তুতিও নিতে পারবেন। এই বেড়া গরুমারা বন্যপ্রাণ বিভাগে সফল হলে আরো নানান জায়গায় ব্যবহার করা হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।