দেশ লিড নিউজ

অশান্তির অভিযোগের মধ্যেই ভোটগ্রহণ রাজ্যে

বুধবার ভোটগ্রহণ হচ্ছে ৩ জেলার ৩১ কেন্দ্রে। হাওড়া ও হুগলি জেলায় ভোটের অবশ্য এটাই প্রথম দফা। দুই জেলার যথাক্রমে ৭ ও ৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আর দক্ষিণ ২৪ পরগনায় ভোট হচ্ছে ১৬টি আসনে। আজ (মঙ্গলবার) দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির যে ৩১ টি আসনে ভোট হচ্ছে, সেখানে ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দাপট ছিল তৃণমূলের। দু’‌বারই ২৯টি আসনে জিতেছিল (২০১৯ সালে বিধানসভাভিত্তিক ফলে এগিয়ে)। শুধু দুই ভোটের ব্যবধানে বাম–কংগ্রেসের ঝুলি শূন্য হয়ে দুটি বিধানসভায় এগিয়ে যায় বিজেপি। সেই উর্ধ্বমুখী গ্রাফ বজায় রেখে ২০২১ সালেও বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। লড়াইয়ের বার্তা দিচ্ছে বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সংযুক্ত মোর্চা।
হাওড়ার জগৎবল্লভপুরে ফের অশান্তি। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ডায়মন্ড হারবারের পূর্ব দাগিরায় ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী দীপক হালদার। ভোটের আগের রাতে গোঘাটে খুন বিজেপি কর্মীর মা। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। মগরাহাট পশ্চিম কেন্দ্রের লক্ষীকান্তপুরের চৌকিতলায় বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। সাতগাছিয়াতেও বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
আরামবাগে তৃণমূল এজেন্টকে বাধা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। মহিলা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের গাড়ি থেকে বুথ ছাড়েন ওই তৃণমূল এজেন্ট। আক্রান্ত হলেন বিজেপি কর্মী। মারধরের জেরে মাথা ফেটে গিয়েছে তাঁরা। বিজেপি প্রার্থী চন্দন মণ্ডলের অভিযোগ, হেরে যাবে বুঝেই ঝামেলা পাকাচ্ছে তৃণমূল। বিষয়টি নিয়ে অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তারকেশ্বরের ১৪ নং বুথে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান কয়েকজন যুবকের। এ নিয়ে সাময়িক উত্তেজনা। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্তে আসে। ক্যানিংয়ের তালদির কুমোরখালির বুথে ইভিএম বিভ্রাট। আপাতত বন্ধ ভোটগ্রহণ। কুলতলির ২৩৮, ২৩৮ও, ২৩৯ বুথে রাত থেকে বিদ্যুৎ বিভ্রাট, শুরু হয়নি ভোট। উলুবেড়িয়া উত্তরের তুলসিবেড়িয়ায় তৃণমূল কর্মী বাড়ির সামনে থেকে ইভিএম। এই ঘটনায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। সেক্টর অফিসারকে সাসপেন্ড। ৪ টি ইভিএম ব্যবহার করা যাবে না, জানাল কমিশন।
নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৪.৬২ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ১২.৮১ শতাংশ, হুগলিতে পড়েছে ১৭.৩৫ শতাংশ, হাওড়ায় পড়েছে ১৫.৫২ শতাংশ। বাসন্তীতে রাতভর বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চলল গুলিও। চাটরায় কেন্দ্রীয় বাহিনীকেই ‘হুমকির’ মুখে পড়তে হয়েছে। চাটরা নিউ প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বুথের তাঁরা দায়িত্বে ছিলেন। ধারালো অস্ত্র, বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। পালটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জানান, ওয়ান শাটার নিয়ে এসে হুমকি দেওয়া হয়েছিল।
ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর আসতে শুরু করেছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রের আইএসএফ প্রার্থীর বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নেত্রা হাইস্কুলের বুথের বাইরেই বসে বিক্ষোভ প্রার্থী মইদুল ইসলামের। মমতা বন্দ্যোপাধ্যায় ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি কেন পারব না? প্রশ্ন মইদুলের। তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। জাঙ্গিপাড়ার ডি এম হাইস্কুলের বুথ থেকে রাজ্য পুলিশের এক কর্মীকে বের করে দিলেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। তাঁর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে ওই পুলিশকর্মী নাকি বিজেপি এজেন্টকে গেরুয়া জামা খুলতে বলেছেন বলেও দাবি দেবজিতের।