রাজ্য লিড নিউজ

হাইকোর্টের নির্দেশে ৩ ফেব্রুয়ারি ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচন

ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচন নিয়ে অবশেষে কাটল জট। হাইকোর্টের নির্দেশে আগামী ৩ ফেব্রুয়ারি পুরুলিয়ার ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচন। আপাতত ঝালদা পুরসভার কাজ চালাবেন মহকুমাশাসক। চলতি মাসের ১৭ জানুয়ারি দলের পাঁচ ও কংগ্রেসের দুই কাউন্সিলর মিলে ঝালদা পুরসভার তৃণমূল পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়কে অপসারিত করেন।

কংগ্রেস ও শাসক দল তৃণমূলের অলিখিত জোটের সাত-শূন্য ভোটে অপসারিত হন তিনি। যা নিয়ে ঝালদার রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। অভিযোগ, পুরপ্রধান অপসারিত হওয়ার পরেও চেয়ার আঁকড়ে বসেছিলেন শিলা চট্টোপাধ্যায়। যদিও তাঁর যুক্তি, ওই সভা অনুষ্ঠিত হওয়ার আগেই তিনি বিজ্ঞপ্তি জারি করে ২৭ জানুয়ারি তলবি সভার বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বিজ্ঞপ্তির আমল না দিয়ে তলবি সভা হয়।