করোনা পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়ানোর ব্যাপারে নির্বাচন কমিশন দায়ী বলে মাদ্রাজ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত বলে জানিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালতের এই পর্যবেক্ষণে আপত্তি জানাল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন শুক্রবার হাইকোর্টকে জানিয়েছে, তাদের পর্যবেক্ষণের ব্যাপারে সংবাদমাধ্যমে যে সব খবর প্রকাশিত হয়েছে, তাতে স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ‘ক্ষুণ্ণ’ হয়েছে। মিডিয়ার কারণেই কমিশনের ভূমিকার সমালোচনা হয়েছে বলে দাবি করা হল। সেই সঙ্গে মিডিয়ার কাজে লাগাম টানার আবেদনও জানাল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছিল, দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন দায়ী। তার জন্য কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা উচিত। বিভিন্ন সংবাদমাধ্যমে তা ফলাও করে প্রকাশিত হয়। এমনকী মহামারীর দিকে নজর রেখে যথাযথ পদক্ষেপ না করলে গণনা বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়। কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
নির্বাচন কমিশন এদিন আদালতে জানিয়েছে, মৌখিক নয়, পর্যবেক্ষণে লিখিতভাবে বিচারপতিদের যে মন্তব্য রেকর্ড করা থাকছে, সেটুকুই উঠে আসা উচিত সংবাদমাধ্যমের রিপোর্টে। সংবাদমাধ্যম যেন আদালতের শুনানির সময় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ দেখে মন্তব্য না করে। লিখিত রিপোর্টের রেকর্ডের উপর ভিত্তি করেই খবর করা উচিত।