এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে রবিবার বরাহনগরের সভা থেকে করা তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ধরানো হয়েছে এই নোটিশ। কেন এই ধরনের মন্তব্য করেছেন তিনি, বুধবার সকাল ১০টার মধ্যে দিলীপ ঘোষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জবাবের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।
প্রতিপক্ষকে আক্রমণ শানাতে গিয়ে হুমকির বাধ ভেঙে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই প্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনের নোটিশের মুখে পড়লেন দিলীপ নিজেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে বিতর্কিত মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কমিশন একতরফা সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকী দিলীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট না হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বরাহনগরে প্রচার সভায় দিলীপ ঘোষ বলেন, ‘শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! সকালে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ বিজেপির রাজ্য সভাপতির মুখে এই কথায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নোটিশ ধরানো হল দিলীপ ঘোষকে।