দেশ ব্রেকিং নিউজ

ফের চার জেলার পুলিশকর্তা বদলি

নন্দীগ্রামে নির্বাচনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েছিলেন। ষষ্ঠ দফার আগে বীরভূমের পুলিশ সুপার হলেন সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এমনকী মঙ্গলবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, বোলপুরের এসডিপিও ও আসানসোল–দুর্গাপুরের পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন।
করোনা সংক্রমণের মধ্যেই ভোট চলছে রাজ্যে। এখনও বাকি তিন দফা। এবার ফের চার জেলার পুলিশ কর্তাদের বদল করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে। বোলপুরের এসডিপিও এবং আসানসোল–দুর্গাপুরের পুলিশ কমিশনারও সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার, ষষ্ঠ দফায় ভোট হবে কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট–সহ পূর্ব বর্ধমানের ৮ আসনে। সপ্তম দফায় আসানসোল–দুর্গাপুরে এবং অষ্টম দফায় ভোট বীরভূমে।
এই আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী। দ্বিতীয় দফার ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রামে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় তাঁকে। এখানেই বুথের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এই আইপিএস অফিসারের সোজাসাপ্টা জবাব ছিল, ‘‌ম্যাডাম খাঁকি উর্দিতে দাগ নেব না। আর এমন অশান্তি হবে না।’‌ আর তাতেই দিনের শেষে কার্যত হিরো বনে গিয়েছিলেন তিনি। এবার সেই নগেন্দ্র ত্রিপাঠিকে বীরভূমের পুলিস সুপারের দায়িত্ব দিল কমিশন।
তৃণমূল কংগ্রেসের কী প্রতিক্রিয়া? টুইটে কমিশনকে তুলোধনা করেছেন সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। তিনি লিখেছেন, ‘‌ভোটের ৪৮ ঘণ্টা আগে ও আদর্শ নির্বাচন বিধি কার্যকর হওয়ার ৪৫ দিন পর, চার পুলিশ অফিসারকে বদলি করে দিল কমিশন। রাজ্য সরকারের কি আলোচনা করা হয়েছিল? অবশ্যই না।’‌