মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কোনও বিজয় মিছিল করা যাবে না বলে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার পরেই এই নিষেধাজ্ঞা জারির করার কথা জানায় নির্বাচন কমিশন। এমনকী গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে’র আগে আরটি–পিসিআর পরীক্ষা করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের।
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই নির্বাচন করিয়েছে কমিশন। বারবার বলা সত্ত্বেও তিন দফার ভোট একবারে করাতে রাজি হয়নি নির্বাচন কমিশন। তার ফলেই করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে বলে মনে করা হচ্ছে। আর এই জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল না মেনে জনসভা হচ্ছিল। তখন কী অনষ গ্রহে ছিলেন? আপনাদের বিরুদ্ধে তো খুনের মামলা করা উচিত। কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে।’
নির্বাচন কমিশনকে তুলোধনা করে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, সবচেয়ে বেশি গুরুত্বের জনস্বাস্থ্য। মানুষ বেঁচে থাকলে তো ভোট দেবে। সাংবিধানিক কর্তৃপক্ষকে এভাবে সেটা মনে করিয়ে দিতে হচ্ছে, এটা খুবই পীড়াদায়ক।’ হুঁশিয়ারি দিয়ে আদালত বলে, এখন আপনাদের আমরা আশ্বস্ত করে বলছি, কীভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা আদালতকে না জানাতে পারলে আগামী ২ মে আমরা গণনা বন্ধ করে দেব।
