দেশ ব্রেকিং নিউজ

রাজ্যসভার ১২ শূন্য আসনের জন্য ভোটের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন

রাজ্যসভার ১২টি শূন্য আসনের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে, ৯টি রাজ্যের এই ১২টি শূন্য আসনে ভোট হবে আগামী ৩ সেপ্টেম্বর। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। গণনা হবে ওই দিনই বিকেল পাঁচটা থেকে। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ২৬ ও ২৭ আগস্ট।

উল্লেখ্য, অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা ও ওডিশা – এই ৯টি রাজ্যে ১২টি রাজ্যসভার আসন খালি হয়ে পড়ে রয়েছে। মনোনয়ন জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত, স্ক্রুটিনি হবে ২২ আগস্ট। অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ত্রিপুরার জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট এবং বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা ও ওডিশার জন্য মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ২৭ আগস্ট।

প্রসঙ্গত, রাজ্যসভার সংসদদের মেয়াদ ছয় বছর। তবে একসঙ্গে সব সাংসদের মেয়াদ শেষ হয় না। প্রতি দুই বছরে এক তৃতীয়াংশ সদস্যের মেয়াদ শেষ হয় সেই মতো ভোট গ্রহণ হয়ে থাকে।