রাজ্য লিড নিউজ

Election: ১০ বছর পর আজ পাহাড়ে ভোট, ভোটে নেই গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ

প্রায় ১০ বছর পর, রবিবার পাহাড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ৪৫ টি আসনে চলছে ভোটগ্রহণ। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। প্রথমবার লড়ছে দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি। মোট বুথের সংখ্যা ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার।

২০২০ সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। পাশাপাশি, ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট।মহকুমা পরিষদে ৭ টি আসনে ভোট হচ্ছে। তারমধ্যেই সিপিএম ৬ টি আসনে, তৃণমূল দাঁড়িয়েছে ৩ টি আসনে। সকাল থেকে ভোট শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া এলাকায় বিক্ষিপ্ত ঝামেলা নজরে আসে।

অন্যদিকে শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মেটাতে তৈরি জেলা পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। থাকছে অতিরিক্ত ফোর্সও। ক্যুইক রেসপন্স টিম থাকবে মহকুমা জুড়ে। গোলমাল বা বুথ জ্যামের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে টিম। তৈরি প্রমিলা পুলিশ বাহিনীও। আট থেকে দশ হাজার পুলিশ মোতায়েন করা থাকবে।প্রায় দেড়শোটির বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। সেসব বুথে সিসি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে।