সোদপুর রেল পার্ক অঞ্চলের একটি আবাসনে বছর আশির উমা মুখার্জি নামে এক প্রৌঢ়র পচা গলা মৃতদেহ উদ্ধার করল খড়দহ থানার পুলিশ। জানা গেছে আবাসনের ঘরে একাই থাকতেন তিনি।
বেশ কিছুদিন তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর স্থানীয় মানুষজন পচা গন্ধ পাওয়ায় খবর দেয় খড়দা থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে পড়ে রয়েছে উমা মুখার্জির পচা গলা মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে একাকী এই বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোদপুর রেল পার্ক অঞ্চলে।
স্থানীয় এক বাসিন্দা সুবীর কর্মকার জানান, দীর্ঘদিন ধরেই একা থাকতেন এই মহিলা। শুধুমাত্র হোম সার্ভিসের লোকজন এসেই খাবার পৌঁছে দিতেন তাকে। এছাড়া মাঝে মাঝে অন্য বহিরাগত বা পরিজনও আসতেন। কিন্তু কি কারনে ওই প্রৌঢ়র মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়।