ব্রেকিং নিউজ রাজ্য

হয় বকেয়া টাকা দিন, নয়তো গদি ছাড়ুন: কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি মমতার

কেন্দ্রীয় বঞ্চনা ও বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে আগামী ১৮ তারিখ দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই ঘোষণাই করেছিলেন তিনি। রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে এদিন বলেন, “হয় বকেয়া টাকা দিন, নয়তো গদি ছাড়ুন!” আলিপুরদুয়ারের মানুষদের এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী যেমন কেন্দ্র সরকারকে বকেয়া টাকা আটকে রাখা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই বিজেপিকেও নিশানা করেছেন।