দেশ ব্রেকিং নিউজ

এনকাউন্টারে নিকেশ ৮ জঙ্গি

চিন–ভারত সংঘর্ষে এখনও উত্তপ্ত লাদাখ সীমান্ত। তার মধ্যেই কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় দু’টি এনকাউন্টারের ঘটনায় ৮ জন জঙ্গি নিকেশ হয়েছে। পাম্পোর ও সোপিয়ানে এই দু’টি ঘটনা ঘটেছে। পাকিস্তান দেখেছে চিনকে আটকাতে ভারত কাশ্মীর সীমান্ত থেকে বেশকিছু সেনা জওয়ানদের তুলে নিয়ে লাদাখ সীমান্তে পাঠাচ্ছে। সেই সুযোগে কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকিয়ে নাশকতা করা হবে। যদিও তা বানচাল হয়ে গিয়েছে। চিনকে আটকাতে ভারত ব্যস্ত। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছিল পাকিস্তান।
তবে পাম্পোরে একটি মসজিদে জঙ্গিরা লুকিয়ে থাকায় অভিযান চালাতে পুলিশের কিছুটা সমস্যা হয় বলে জানান, জম্মু–কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। মসজিদের পবিত্রতা রক্ষা করেই জঙ্গিদের নিকেশ করতে হয়েছে। তবে তাঁরা সফল হয়েছে। চিনের বন্ধু পাকিস্তান। সেখান থেকে অনেক সাহায্য পেয়ে থাকে পাকিস্তান। তাই পেছন থেকে কাশ্মীরে ভারতকে আক্রমণ করে চিনকে সুবিধা পাইয়ে দিতে চায় ইমরান খানের দেশ।
পাম্পোরের এই ঘটনায় তিনজন জঙ্গি নিকেশ হয়। তবে একজন জঙ্গি গুলির লড়াইয়ের সময়েই নিহত হয়। বাকি দু’ জন মসজিদে লুকিয়ে পড়ে। শুক্রবার সকালে ওই মসজিদে অভিযান চালায় পুলিশ। মসজিদের ভেতরে কাঁদানে গ্যাস ব্যবহার করে প্রথমে জঙ্গিদের বের করে আনা হয়। তারপরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তারা নিকেশ হয়। সোপিয়ান এনকাউন্টারে পাঁচ সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। সন্ত্রাসবাদীদের পরিচয় এখনও জানা যায়নি।