তালিবানরা যে সকলের থেকে আলাদা এবং কোন নিয়মেরই তোয়াক্কা করে না বারবার তার প্রমাণ মিলেছে। বর্তমানে তারা সেই ধারা বজায় রেখে সোমবারের পরিবর্তে রবিবারই পালন করল ঈদ। একদিন পূর্বে ঈদ উৎসব পালন করে সমালোচিত তালিবান সরকার। নিয়ম অনুযায়ী, প্রথমে সৌদি আরবে পালন করা হয়ে থাকে ঈদ-উল-ফিতর। তারপরেই বিশ্বের অন্যান্য সকল মুসলিম দেশগুলি পালন করে এই উৎসব। এ বছর 2 রা মে সোমবার বিশ্বজুড়ে ঈদ পালন করার কথা ঘোষণা করা হয়। তবে হঠাৎ আফগানিস্থানে রবিবার পালন করা হল সেই উৎসব।
এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে যে, শনিবার আফগানিস্তানে বিভিন্ন প্রান্ত থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় আর ঠিক সেই কারণে রবিবার গোটা দেশে ঈদ পালনের কথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, শনিবার দিন আফগানিস্তানের কান্দাহারে এক মসজিদের সামনে হাজির হন তালিবানের শীর্ষ নেতা হাইবাতুল্লা আখুনজাদা। সেখানে উপস্থিত হয়ে তিনি গোটা দেশবাসীকে ঈদ উপলক্ষ্যে ‘জয় স্বাধীনতা এবং সাফল্যের’ অভিনন্দন জানান তিনি। গোটা বিশ্বের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ইচ্ছামত ঈদ উৎসব পালন করার ঘোষণা করতেই তিনি জনসমক্ষে হাজির হন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আফগানিস্থানে একের পর এক ঘটে চলেছে বিস্ফোরণের ঘটনা। কখনো কোন মসজিদ তো কখনো আবার কখনো স্কুল-কলেজে আত্মঘাতী হামলায় প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। জনসমক্ষে এসে সেই হামলার প্রসঙ্গে একটিও কথা বলেন নি তালিবান নেতা, দাবি আফগানবাসীর।