বিনোদন

কানে স্বর্ণ পাম জিতলো মিসর

প্রতি বছরের মতো এবার মে মাসে কান চলচ্চিত্র উৎসব হতে দেয়নি করোনাভাইরাস। তবে লকডাউন শিথিলের পর ‘কান টোয়েন্টি টোয়েন্টি স্পেশাল’ শীর্ষক তিন দিনের বিশেষ আয়োজনে মিলে সবাই। এর সমাপনী দিনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাম দ’র পেলো মিসরের সামাহ আলা পরিচালিত ‘আই’ম অ্যাফ্রেইড টু ফরগেট ইউর ফেস’।

ফ্রান্সের কান শহরে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বৃহস্পতিবার রাতে তরুণ নির্মাতা সামাহ আলার হাতে স্বর্ণ পাম তুলে দেন বিচারকরা। এবারই প্রথম কান উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সর্বোচ্চ স্বীকৃতি পেল মিসর।

করোনাভাইরাস মহামারির কারণে ৭৩তম আসর শুধু অফিসিয়াল সিলেকশন ঘোষণার মধ্যেই সীমিত রাখা হয়। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা পেয়েছে ১১টি ছবি। সেগুলোর মধ্যে সব বিচারকের রায়ে সেরা হলো ১৫ মিনিট ব্যাপ্তির “আই’ম অ্যাফ্রেইড টু ফরগেট ইউর ফেস”।

এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সিনেফঁদাসো বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন ফরাসি অভিনেতা দেমিয়া বোনার্দ, অভিনেত্রী সেলিন সেলেট ও ক্লেয়ার বার্গার, প্রযোজক শার্ল জিলিবার্ত, আলজেরিয়ান-ফরাসি নির্মাতা রশিদ বুশারেব এবং জর্জিয়ান নির্মাতা দেয়া কুলুমবেগাশভিলি।