চুল ঝরে মাথা একদম গড়ের মাঠ হয়ে যাচ্ছে? সেই সঙ্গে রুক্ষ হয়ে উঠছে চুল? চিন্তায় নিজের মাথার অবশিষ্ট চুলগুলো নিজেই ছিড়ছেন? ভিটামিন-ই আর ফলিক এসিড খেয়েও কিছু হচ্ছে না? তাহলে একটু কষ্ট করে নিজেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক উপাদান দিয়ে তেল। চুল ঝরা কমাবে নিশ্চিত, সঙ্গে নরম ও মসৃণ করবে এই তেল।
উপকরণ
ঘরে তৈরি নারকেল তেল, আমলকি, মেথি, কালোজিরা, নিমপাতা, মেহেদি পাতা, পেঁয়াজ, অ্যালোভেরা জেল, জবা ফুল।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মৃদু আঁচে ৮-১০ মিনিট জ্বাল দিয়ে ঠান্ডা করুন এবং ছেঁকে নিন। ব্যবহার করার আগে জেনে নিন গুণাগুণ-
এই তেলে রয়েছে নানা রকম উপকারী উপাদান। তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করলে চুলের ফলিক মজবুত হবে, চুল ওঠাও কমে যাবে। নিয়মিত মাসাজে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বৃদ্ধিও উন্নত হয়। এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে, যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে, যা মাথার ত্বকের নানা সমস্যা দুর করে। ত্বকের আর্দ্রতা ঠিক রাখে। এতে খুশকি দূর হয়। চুল পড়া কমে। আর চুল বাড়েও খুব তাড়াতাড়ি।
আমলকি
চুলের পরিচর্যার ক্ষেত্রে আমলকি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে ভিটামিন, মিনারেল এবং খনিজের পুষ্টি উপাদান রয়েছে। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
জবা ফুল
চুল পড়া কমিয়ে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে জবা ফুল। এছাড়াও প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে জবা ফুল।
মেহেদি পাতা
এই তেলে ব্যবহার করা হয়েছে মেহেদি পাতা, যা চুলের গোড়া মজবুত করে, চুলের রুক্ষতা দূর করে, চুল পড়া কমায়, চুল ঝলমলে হয়। নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দূর করে থাকে মেহেদি।
কালোজিরা
এই তেলে কালোজিরা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। কালোজিরা মাথার ত্বকের বিভিন্ন সমস্য, যেমন ফুসকুরি, শুষ্কতা এসব দূর করে।