দেশ ব্রেকিং নিউজ

১ জুলাই থেকে খুলছে স্কুল–কলেজ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তেলঙ্গানা সরকার। লকডাউন তুলে দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এমনকী আগামী ১ জুলাই থেকে রাজ্যের সব স্কুল–কলেজ খুলে দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, শনিবারই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল রাজ্যে।
রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, ১ জুলাই থেকে রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর পড়ুয়ারা ক্লাসে আসতে পারবে। তবে তাদের করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে। একইসঙ্গে চালু রাখতে হবে অনলাইন ক্লাসও। রবিরার থেকেই ধীরে সবকিছু স্বাভাবিক হতে চলেছে রাজ্যে বলে খবর।
লকডাউন তুলে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, লকডাউন সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের করোনা সংক্রমণের হার, পজিটিভিটি রেটের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার তেলঙ্গানায় ১৪০০ মানুষ করোনা আক্রান্ত হন। মৃত্যু হয় ১২ জনের। পজিটিভিট রেট ১.১৪ শতাংশ। দ্বিতীয় ঢেউয়ে কোনও রাজ্য সরকারই এমন সাহসী সিদ্ধান্ত নেয়নি। সেক্ষেত্রে তেলঙ্গানাই প্রথম।