রাজ্য লিড নিউজ

স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ শিক্ষা দফতরের

মাত্রাতিরিক্ত আর্দ্রতার জেরে এখনও গরমের দাবদাহ কাটেনি। তাই গরমের ছুটির পর স্কুল খুললেও যোগ দিতে পারছে না বহু শিশু। এই পরিস্থিতিতে স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দিয়েছে শিক্ষা দফতর। বুধবার সব স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময় সূচী পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আঞ্চলিক আবহাওয়া মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায়, কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।