রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দিল ইডি। ইতিমধ্যেই ইডির তরফে মনোজ মালব্যকে একটি চিঠি দেওয়া হয়েছে। রেশন বন্টন দুর্নীতিতে বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে নদিয়ার একাধিক থানা, কলকাতা পুলিশের অধীনস্থ একাধিক থানায় রেশন দুর্নীতি নিয়ে জমা পড়েছিল নানা অভিযোগ। কিন্তু সেই অভিযোগগুলির যথাযথ তদন্ত করা হয়নি বলে দাবি করেছে ইডি। এবার সেই অভিযোগগুলির বিস্তারিত তদন্ত করার আবেদন জানিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির বক্তব্য, পুলিশ এই তদন্ত করলে এই দুর্নীতিকে একদিকে যেমন রাশ টানা যেত, একইভাবে গোটা ঘটনাও অনেক আগে সামনে আসত। ইডি জানিয়েছে, রাজ্য পুলিশ যেন রাজ্যের যেখানে যেখানে চালকল, আটাকল আছে, সেসব জায়গায় তদন্ত করে দেখে।