রাজ্য লিড নিউজ

রেশন দুর্নীতি মামলায় ইডির চার্জশিট পেশ, অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয়-বাকিবুরের নাম!

রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল ইডি। ইডির প্রথম চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটাকলের মালিক বাকিবুর রহমানের।

ইডির পেশ করা ওই চার্জশিট মারফত জানা গিয়েছে, ধান কেনাবেচা সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। জ্যোতিপ্রিয়র হাত ধরেই সরকারি কোষাগার থেকে ৪৫০ কোটি টাকা গিয়েছে বাকিবুরের সাজানো ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে। বাকিবুরের সংস্থার অডিটরই এই বয়ান দিয়েছেন ইডির কাছে