শেখ শাহজাহানের বিরুদ্ধে ১১৩ পাতার প্রথম চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে শাহজানের জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে। চার্জশিটে সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদের বয়ানের উল্লেখ করা হয়েছে।
এছাড়াও চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে, শাহজাহানের ভাই আলমগীর-সহ দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার। ইডির পেশ করা চার্জশিট মারফত জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের।