এবার ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর শরীর সম্পর্কে জানতে প্রেসিডেন্সি জেলে চিঠি পাঠাল ইডি। জেলে সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা কেমন ছিল তা জানতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলে থাকাকালীন তড়িঘড়ি কেন সুজয়কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল। তা নিয়েই ইডির মনে উঠছে একাধিক প্রশ্ন।
সূত্রের খবর, শুধু প্রেসিডেন্সি নয়, এসএসকেএম কর্তৃপক্ষকেও চিঠি পাঠিয়েছে ইডি। এসএসকেএম হাসপাতালে ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে তাঁর কী কী চিকিৎসা করা হচ্ছে? কেমন আছেন তিনি? সবটাই প্রশ্ন করা হয়েছে।
একই সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষর থেকে জানতে চাওয়া হয়েছে, কী পরিস্থিতির জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল, কী সমস্যায় তিনি ভুগছিলেন? কেন এসএসকেএম-এই ভর্তি করা হল? সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই এসএসকেএম-এ ভর্তি কালীঘাটের কাকু। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেই ইডি আধিকারিকরা এসএসকেএম-এ গিয়েছিলেন। ইতিমধ্যেই ‘কালীঘাটের কাকু’কে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত।
এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়েছে, কালীঘাটের কাকু সুস্থ আছে, কণ্ঠস্বরের নমুনা দিতে পারবেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর থেকেই তিনি নানা শারীরিক অসুস্থতার দাবি করেছেন। এরপর অসুস্থ হয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। বুকের ব্যাথা, চিকিৎসা, অস্ত্রোপচার-সব মিলিয়ে দু’মাসেরও বেশি সময় কেটে গিয়েছে।