ব্রেকিং নিউজ রাজ্য

ED: চিটফান্ড দুর্নীতিতে ইডির হাতে ফের গ্রেফতার প্রয়াগের দুই ডিরেক্টর

ফের চিটফান্ড দুর্নীতি নিয়ে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার এই মর্মে কলকাতার একটি আবাসনে তল্লাশীও চালান কেদ্রীয় তদন্তকারীরা। বুধবার আর্থিক তছরূপের মামলায় প্রয়াগের দুই ডিরেক্টরকে গ্রেফতার করল ইডি। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে ও মুম্বই থেকে ছেলে অভীক বাগচিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির অভিযোগ, এই অর্থলগ্নি সংস্থা বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলে প্রয়াগ গ্রুপ। যার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা তারা ফেরত দেয়নি।

১৯৯৭ সালে ব্যবসা শুরু করা এই সংস্থা চিটফান্ড নামে এক প্রকল্প তৈরি করে যেখানে তাঁদের দাবি ছিল, উপভোক্তারা যে টাকা দেবেন কিছু বছর পর তার তুলনায় অনেক বেশি টাকা ফেরত পাবেন। এই প্রতিশ্রুতিতে আমজনতার থেকে কোটি কোটি টাকা তুলে, পরিমান মত টাকা সংস্থা ফেরত দেয়নি উপভোক্তাদের। গত জুলাইয়ে ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। মঙ্গলবার দুই কর্ণধারের কলকাতা ও মুম্বইয়ের ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাতে আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে ও সুদূর মুম্বই থেকে গ্রেফতার করেছে তাঁর ছেলে অভীক বাগচিকে।

সূত্রের খবর, প্রয়াগ গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ কত? এঁদের সঙ্গে কোনও প্রভাবশালী, রাজনৈতিক চিরিত্রের যোগসাজস আছে কি না? থাকলে, কে বা কারা? কীভাবে যুক্ত? সবটা জানতেই ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। বলে রাখা দরকার, এই প্রথম নয়, এর আগেও ইডির হেফাজতে দিন কাটিয়েছেন প্রয়াগের দুই ডিরেক্টর। ২০১৭ সালে চিটফান্ড মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছিল ইডি।