রাজ্য লিড নিউজ

নিউইয়র্ক থেকে ইডিকে তোপ অভিষেকের

চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবারই তাঁর চোখের অস্ত্রোপচার হতে পারে। তার আগে ফের বিদেশের মাটি থেকেই নিশানা তৃণমূল নেতার।

অভিষেক টুইটে লিখেছেন, ‘ইডিতে এত অকর্মণ্য সব লোক রয়েছে যা দেখে করুণা হচ্ছে। সপ্তাহে দু’বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই। রাজনৈতিক প্রভুকে খুশি করতেই এটা করছে ওরা। বছরের পর বছর ধরে করদাতাদের টাকায় তদন্ত করে যাচ্ছে। এখনও আদালতে তথ্য প্রমাণ পেশ করতে পারেনি।’

অভিষেক সংক্রান্ত মামলায় এমনিতেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রীয় সংস্থা ইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জারি লুক আউট নোটিস প্রত্যাহার করে নিতে ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টেও ভর্ৎসিত হয়েছে ইডি।

এবার সুপ্রিম কোর্ট অভিষেককে বড়সড় স্বস্তি দিয়েছে। তৃণমূল নেতার বিদেশ সফর নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বিদেশে গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন।সেই কারণে অভিষেকের নামে লুক আউট নোটিস ইডিকে প্রত্যাহার করে নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।