তৃণমূল নেতা ও বিধায়ক মুকুল রায়কে তলব ইডির। বৃহস্পতিবারই ইডির চিঠি পৌঁছে গিয়েছে মুকুল রায়ের কাছে। ১৯০০ কোটি টাকার অ্যালকেমিস্ট চিট ফান্ড দুর্নীতির তদন্তে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং। অ্যালকেমিস্ট চিট ফান্ডের ২৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই মামলায় এবার ডাক পড়ল মুকুল রায়ের।
মুকুল রায় বয়সজনিত কারণে অসুস্থ বলেই জানা গিয়েছে। ইডি যে মুকুল রায়কে দিল্লি ডেকেছে সে প্রসঙ্গে তার পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, মুকুল রায়ের দিল্লি যাওয়ার মত শারীরিক অবস্থা নয়।
প্রসঙ্গত, অ্যালকেমিস্ট্রিট ফান্ড মামলার ১৯০০ কোটি টাকা দুর্নীতিতে কেডি সিং গ্রেফতার হওয়া ছাড়াও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সেক্ষেত্রে বারবার মুকুল রায়ের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। অভিযোগ উঠেছে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড থাকার সময় বিশেষভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন মুকুল রায়। তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি ডেকে পাঠাচ্ছে।