নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি।
বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছে। সূত্রের খবর, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডি দফতরে হাজির দেওয়ার ব্যাপারে কথা জানানো হয়েছে। তাঁর সম্পত্তি এবং আয়ের উৎস দেখার জন্যেই ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।