ব্রেকিং নিউজ রাজ্য

পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তকে তলব ইডির

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুজোর মুখে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, মধ্যমগ্রাম পুরসভার পর এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করল ইডি।

যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু। এর আগে গত বৃহস্পতিবারই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা।

ওইদিন ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতেই নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সকালেই রাজ্যের ১১টি জায়গায় হানা দিয়েছেন ইডি। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সূত্রের খবর, এদিন সাত সকালে রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, বসিরহাটে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।