দেশ ব্রেকিং নিউজ

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ফের তলব ইডির

আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। এর আগে একাধিকবার ইডি তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এরপরই অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার নির্দেশে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল ইডি। কিন্তু আদালতের কোনও রকম নির্দেশ পাওয়ার আগেই ফের কেজরিওয়ালকে তলব করা হল।

এর আগে গত শনিবারই আবগারি দুর্নীতি মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র ষষ্ঠ সমনও এড়িয়ে যান।

প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় এখনওঁ পর্যন্ত ৬ বার ইডির তলব এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি।

আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে।