রাজ্য লিড নিউজ

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের দিনই অভিষেককে তলব ইডির , ‘প্রতিহিংসা ও ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক। এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই বৈঠকে তাঁর যোগ দিতে যাওয়ার কথা। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠাল ইডি। রবিবার সন্ধ্যাবেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আমি ওই কমিটির একজন সদস্য। ওইদিনই আমাকে তলব করেছে ইডি। একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল।”

জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না? আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হল অভিষেককে।

আপাতত এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র। যদিও বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”ইডি তোমাকে বারে বারে ডাকছে কেন? ডালমে কুছ কালা হ্যায়।”