ব্রেকিং নিউজ রাজ্য

ফের অভিষেককে তলব ইডির

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। বৃহস্পতিবার সকালে স্ত্রীকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। সূত্রের খবর, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৩ জুন, মঙ্গলবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির দিতে হবে সকাল ১১টা নাগাদ। এই মর্মে নোটিস দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এই মুহূর্তে দলের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ নিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৬ তারিখ তার সমাপ্তি কাকদ্বীপে। তারই মাঝে ফের ইডি তাঁকে তলব করায় কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরতে পারেন তিনি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। নবজোয়ার যাত্রা মাঝপথে ছেড়েই হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার দীর্ঘ ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয় তাঁকে।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। আর ১৩ জুন তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে।