সম্প্রতি, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলার ৫ হাজার পাতার নথি ইডি-র অফিসে জমা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখবন্ধ খামে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলার সমস্ত রিপোর্ট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্ট দেখার পরই তিনি পরবর্তী নির্দেশ জানাবেন।
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এদিন পেশ করেছে ইডি। বিচারপতি সিনহা জানিয়েছেন, রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআই-ও এই মামলায় রিপোর্ট পেশ করবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশির সময়ে একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন তাঁদের মধ্যেই একজন। এই ঘটনা নিয়েই লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট। তারপর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে লালবাজার। সেসময় বিষয়টি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি বলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অফিস থেকে ডাউনলোড করা ওই ১৬টি ফাইলকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশে বলা হয়েছে ওই ১৬টি ফাইলকে কোনওভাবে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না।