রাজ্য লিড নিউজ

কয়লা পাচারকাণ্ড: সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করল ইডি

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত এই বিশেষ দিনের কর্মসূচি নিয়ে। আর এই দিনেই তাঁকে নোটিশ ধরলো কেন্দ্রীয় আর্থিক প্রতারণা সংক্রান্ত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। কয়লা পাচারকাণ্ডে সস্ত্রীক দিল্লি তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকে, আর অভিষেককে ৩ সেপ্টেম্বর। সূত্রের খবর তাদের ব্যাঙ্ক ডিটেলস নিয়ে যেতে বলা হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে সিবিআই ও ইডি-কে ব্যবহার করছে বিজেপি। তবে এর আগেও কয়লা পাচার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই। এবার আসরে নামলো ইডি।

রাজনৈতিক মহলের প্রশ্ন, কলকাতা ছেড়ে দিল্লিতে কেন ডাকা হল সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ইডি সূত্রে খবর, কলকাতায় এই জিজ্ঞাসাবাদ হলে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা থাকবে। তাই দিল্লিকেই বেছে নেওয়া হয়েছে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, তিন আইপিএস আধিকারিক সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংকেও ডেকে পাঠানো হয়েছে। অগস্ট মাসের শুরুতেও এই তিন আইপিএসকে তলব করেছিল ইডি। কিন্তু ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে হাজির হননি এই তিন আইপিএস। তাই আবার নোটিশ পাঠানো হল তাঁদের।