রাজ্য লিড নিউজ

সাতসকালে শাহজাহান-ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়ি ইডি তল্লাশি

ফের সন্দেশখালিতে সকাল সকাল পৌঁছে গেলেন ইডি অফিসাররা। বৃহস্পতিবার সকালে সন্দেশখালির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি।

সূত্রের খবর, দোকান, বাজার ঘিরে ফেলেছেন ইডি অফিসাররা। শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তের জন্যই নাকি এই তল্লাশি অভিযান বলে সূত্র মারফত জানা গিয়েছে। শাহজাহান-ঘনিষ্ঠ এক ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতেও তল্লাশি চলছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

গত কয়েকদিনে শাহজাহান-ঘনিষ্ঠ বেশ কয়েক জন মাছ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি অফিসাররা। হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা মিলিয়ে মোট ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শাহজাহানের সূত্র ধরেই এই জায়গার সন্ধান মিলেছে।