ব্রেকিং নিউজ রাজ্য

হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি ইডির

জমি বিক্রি এবং কেনার ঘটনায় জালিয়াতির অভিযোগে ও আর্থিক তছরুপের মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে সোমবার হানা দেয় ইডি। এর আগে তাঁর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। দুইদিন আগে তাঁকে সমনও পাঠায় ইডি। আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

গত ২৭ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল ইডি। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। তারই মধ্যে এদিন সাতসকালে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দিল ইডি। এর আগে ইডি হেমন্ত সোরেনকে মোট নয়বার সমন পাঠিয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সোমবার ইডির আধিকারিকরা সরাসরি তাঁর বাড়িতেই হানা দেন। জমি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত একজন আইএএস অফিসার-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি।

উল্লেখ্য, গত বছরই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেনাদের জমি বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। জমি হাতিয়ে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের কথাও জানতে পারে ইডি। সেই ঘটনায় ঝাড়খণ্ডের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাফিয়া জড়িত রয়েছে বলেই ইডি সূত্রে খবর। এই মামলাতেই রক্ষাকবচ পেতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও গেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।