নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা নাগাদ ‘মিডিলম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি।
প্রথমে নিউটাউনে তাঁর অফিসে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। একইসঙ্গে এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝাঁ-র বাড়িতেও হানা দিয়েছিল ইডি। রাত ৮ টার পর প্রসন্নর অফিসে যান কেন্দ্রীয় আধিকারিকেরা। প্রায় ২১ ঘণ্টা পর প্রসন্নর ডেরা থেকে বের হন ইডি আধিকারিকরা।
২০২২ সালের অগস্ট মাসে প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাঁকে ‘মিডিলম্যান’ হিসাবে হেফাজতে নেন তদন্তকারীরা। সদ্য জামিনে ছাড়াও পেয়ে যান তিনি। বৃহস্পতিবার তাঁরই বিভিন্ন ফ্ল্যাট, বাগানবাড়ি, অফিসগুলিতে হানা দেয় ইডি। তবে ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও, রাতে প্রসন্ন এবং তাঁর স্ত্রীকে নিয়ে তাঁর অফিসে যায় কেন্দ্রীয় আধিকারিকেরা।