রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি আধিকারিকরা। সোমবার কলকাতার অন্তত ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
এই মামলায় ধৃত উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। সল্টলেকের সেক্টর ফাইভে শঙ্কর আঢ্যর সিএ অরবিন্দ সিংয়ের অফিস।
জানা গিয়েছে, শঙ্কর আঢ্যের সল্টলেকের চাটার্ড অ্যাকাউন্ট অফিস ছাড়াও চৌরঙ্গী এলাকার তাঁর আরও এক অফিসে হানা দিয়েছে ইডি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে বনগাঁয় শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রায় ১৭ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। শঙ্করকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকেরা।
অভিযোগ, ইট ছুড়ে ইডির গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এবার শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।