গত ১৯ দিন ধরে সন্দেশখালির শেখ শাহজাহানের কোনও হদিশ মেলেনি। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি গেলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে। আক্রান্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনার পর শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হলেও মেলেনি কোনও সমাধান সূত্র।
ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয় বুধবার। সকাল ৭টা নাগাদ শাহজাহানের বাড়িতে পৌঁছায় ইডির আধিকারিকরা। সঙ্গে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং লোকাল থানার পুলিশ আধিকারিকরা।
এদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় তল্লাশির পর তদন্তকারীরা বেরিয়ে যান শাহজাহানের বাড়ি থেকে। সেই সময় তাঁর বাড়িও সিল করে দেন তাঁরা।
ইডি সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি উদ্ধার হয়েছে। জমি ও বাজার সংক্রান্ত নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা বলে সূত্রের খবর। শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে:
১) দুটি নামী সোনার দোকানের রশিদ।
২) শাহজাহানের নামে মার্কেটের নথি।
৩) শাহজাহানের বিমা সংক্রান্ত নথি।
৪) বেশকিছু ভিসা ও বিমানের নথিও বাজেয়াপ্ত করেছে।
৫) নির্বাচন সংক্রান্ত কিছু নথি পেয়েছে তদন্তাকারীরা।
৬) ১৯টি দলিল সহ একটি পরচা উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে।
৭) আয়কর সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।
৮) উদ্ধার হয়েছে ৩টি নোটারি সার্টিফিকেট।