মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওলের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দেয় ইডি। আম আদমি পার্টির সুপ্রিমোর সচিবের পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়ার আপ নেতাদের বাড়িতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, অর্থ তছরুপের মামলাতেই কেজরির ঘনিষ্ঠদের বাড়িতে এই তল্লাশি অভিযান।
এদিন সাত সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডির গোয়েন্দারা। এছাড়াও প্রাক্তন দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এর সদস্য শলভ কুমার সহ আরও কয়েকজন আপ নেতার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা। দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন এলাকার মোট ১২ টি জায়গায় চলছে তল্লাশি।