রাজ্য লিড নিউজ

রেশন দুর্নীতিকাণ্ডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা, তল্লাশি আরও ৮ জায়গায়

রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা। একইসঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডে এদিন সকালে রাজ্যের আরও আট জায়গায় চলে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেরা করতেই বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছে।

ইতিমধ্যেই বাকিবুর রহমানের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে ইডির। সেই তথ্যের ভিত্তিতে পুজো শেষ হতেই দ্বাদশীর দিন সাত সকালে নতুন করে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দু’টি বাড়িতে হানা দেয় ইডি। সেইসঙ্গে মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

২০১১ সাল থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হিসেবে কাজ করছেন অমিত দে। জানা গিয়েছে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-এর তিনটি ফ্ল্যাট রয়েছে। যদিও মন্ত্রীর আপ্তসহায়কের তিনটি ফ্ল্যাটেই ঝুলছে তালা ।