রাজ্য লিড নিউজ

সাতসকালে ধূপগুড়িতে ইডির হানা, বাজেয়াপ্ত করল চিটফান্ড সংস্থার জমি

সাত সকালে ধূপগুড়ি শহরে ইডির হানা। বিহার থেকে ইডির তিনজন আধিকারিক ধুপগুড়ি শহরে হানা দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি শহরে। প্রথমে ইডি আধিকারিকরা ধূপগুড়ি ভূমি রাজস্ব আধিকারিক এর দপ্তরে যান। সেখানে ভূমি রাজস্ব আধিকারিক কে সাথে নিয়ে সোজা পৌঁছন ধূপগুড়ি থানায়। সেখান থেকে পুলিশকে সাথে নিয়ে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের পাশের একটি জমিতে পৌঁছন আধিকারিকরা। শহরে কেন ইডি এসেছে হইচই পড়ে যায়।

শেষমেষ জানা যায় চিটফান্ড সংস্থার জমি বাজেয়াপ্ত করতে ইডি হানা ধূপগুড়িতে। বৃহস্পতিবার সকালে পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ‘প্রতিজ্ঞা হাউসিং ফিনান্স’ নামে এক অর্থ লগ্নী সংস্থার জমিতে এদিন হানা দেন পাটনা থেকে আসা তিন সদস্যের ইডি আধিকারিকদের টিম।

ধূপগুড়ি ব্লক ভূমি আধিকারিক এবং ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সাথে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন ইডি পাটনা শাখার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর প্রবীণ কুমার ঝায়ের নেতৃত্বে তিন সদস্যের ইডি আধিকারিক দল। আদালতের রায়ে এটি প্রতিজ্ঞা চিটফান্ডের দশম জমি বাজেয়াপ্ত করা হল বলে জানান আধিকারকিরা।

সব মিলে এখনও পর্যন্ত আড়াই কোটি টাকার কাছাকাছি মূল্যের জমি বাজেয়াপ্ত করা হলো বলেই জানান তারা। জানা যায়, ওই সংস্থায় যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছিল তারাই একটি মামলা করে। সেই মামলার তদন্তভার তুলে নেয়। ওই কোম্পানির নামে দশটি জমির হদিস পাওয়া যায়। যার মধ্যে নয়টি বিহারে এবং একটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। ইতিমধ্যে এই জমি ইডি বাজেয়াপ্ত করেছে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র এই জমি বিক্রির ছক করেছিল। কাজেই ইডির এই জমি বাজেয়াপ্ত করায় খুশি স্থানীয় বাসিন্দারা।