অশোকনগরে একসঙ্গে তিন জায়গায় ইডির হানা। বাংলাদেশ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেতেই তদন্তে নামল ভারত সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
সূত্র মারফত জানা যায়, সুকুমার মৃধা, প্রনব হালদার ও তপন মিত্রের বাড়িতে একযোগে ইডির তল্লাশিতে তোলপাড় গোটা অশোকনগর। মাছের ব্যবসার আড়ালে তাহলে কি অবৈধ কারবার চলত? ইডি হানা দেওয়ার পরই এই প্রশ্ন উঠতে শুরু করেছে অশোকনগরের অলিতে গলিতে।
শুক্রবার সকালে বেআইনি আর্থিক লেনদেন ও বেআইনি সম্পত্তির সন্ধানে তল্লাশিতে নামল এনফোর্সমেন্ট ডিপারমেন্ট। শুধু অশোকনগর নয় রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ইডির অভিযান। সূত্রের খবর অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ড মাছ ব্যবসায়ী সুকুমার মৃধার বাড়ি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এদিন অভিযান চালায় ইডি।
অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে চলছিল বেআইনিভাবে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন। বিভিন্ন সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদতে বাংলাদেশ সুকুমারের ব্যবসায় প্রভাবশালী মহলের অর্থ খাটতো বলে ED সূত্রে খবর। কলকাতার একাধিক কাউন্সিলর সহ উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে সখ্যতা ছিল সুকুমারের। হাওলা নেটওয়ার্ক মারফত বাংলাদেশ ও সংলগ্ন দেশে অর্থ খাটানো হতো বলে অভিযোগ। প্রাথমিকভাবে এখন কোটি টাকার সম্পত্তি ইডির রেডারে। যদিও স্থানীয় বাসিন্দারা জানান, সুকুমার একজন মাছ ব্যবসায়ী।