রাজ্য লিড নিউজ

শুক্রবার সকাল থেকে ফের শুরু ইডি অভিযান

শুক্রবার সকাল সকাল ‘শাহজাহান ঘনিষ্ঠ’ একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। কলকাতা, হাওড়া সহ রাজ্যের অন্তত ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। পাশাপাশি আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলায় নতুন করে এফআইআর দায়ের করেছে ইডি ।

যে সব ব্যবসায়ীদের বাড়িতে হানা হয়েছে তাঁরা শাহজাহান ঘনিষ্ঠ। ইডির অনুমান আমদানি-রফতানি ব্যবসায় জমি-ভেড়ির টাকা বিনিয়োগ করা হতে পারে। আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে তারা নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা।