রাজ্য লিড নিউজ

শঙ্করের বাড়ি তল্লাশি অভিযানে বনগাঁর এসপির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েও দেখা মেলেনি পুলিশের, দাবি ইডি আধিকারিকদের

সন্দেশখালি, বনগাঁতে অভিযান চালাতে এসে আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিয়ানে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডির অফিসাররা। মাথা ফেটেছিল তিন অফিসারের। তবে বনগাঁয় সন্দেশখালির মতো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। তবে এ বিষয়ে রীতিমতো বিবৃতি দিয়ে প্রশ্ন তুলল ইডি।

প্রেস বিবৃতিতে ইডি-র দাবি, শুক্রবার সকাল ৮টা ৪৬ মিনিটে তল্লাশি অভিযানের বিষয়ে ইমেল মারফত্‍ বনগাঁ থানার পুলিশকে জানানো হয়েছিল। এরপর বিকেল ৪টে নাগাদ পুলিশ সুপারের সঙ্গে ফোনেও যোগাযোগ করেন তদন্তকারীরা। এসপির কাছে ইডি আধিকারিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা চাওয়া হলেও দেখা মেলেনি পুলিশের।

ইডির দাবি, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ির সামনে রাত সাড়ে ১১টা নাগাদ বড় জমায়েত হয়। রাতে শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালান শঙ্কর অনুগামীরা। ঘটনায় তদন্তকারী সংস্থার অফিসাররা জখম না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল গাড়ি। হামলার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও এফআইআরের প্রতিলিপি ইডি হাতে পায়নি বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। পাশাপাশি সন্দেশখালির হামলার ঘটনাতেও ন্যাজাট থানার তরফে ইডিকে এফআইআরের প্রতিলিপি দেওয়া হয়নি বলেও দাবি ইডির।

যদিও এ ব্যাপারে বনগাঁ পুলিশ জেলার এসপি জয়িতা বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এদিনই দুপুরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, “আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।”