গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও তাঁর স্ত্রী, মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। একইসঙ্গে অনুব্রতর বেশ কিছু অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। গরু পাচার মামলার তদন্ত নেমে একাধিকবার ইডি দাবি করে, অনুব্রত মণ্ডলের নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন। তারপর থেকেই শুরু হয় সম্পত্তির খোঁজ। সূত্রের খবর, বুধবার মোট ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যেখানে রয়েছে, বোলপুরের বিভিন্ন মৌজায় থাকা বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ আরও অনেক কিছু। ইডির দাবি, গরু পাচারের মাধ্যমে কমপক্ষে ৪৮ কোটি টাকা পেয়েছেন অনুব্রত মন্ডল। এখনও পর্যন্ত মোট ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
অন্যদিকে, গরু পাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এদিন রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১০ জুলাই এই শুনানি শোনা হবে।তিহার জেলে মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। আগামী জুন মাসেই এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই সূত্রের খবর। ততদিন পর্যন্ত তিহার জেলেই ঠাঁই অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের।
ইতিমধ্যেই গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে ২০৪ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে অভিযোগ করা হয়েছে বিএসএফের বিরুদ্ধে।