রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২১ ঘন্টা ধরে একটানা তল্লাশির পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্ৰিয় মল্লিক।বৃহস্পতিবার সকাল ৬ টাতে ইডি তাঁর সল্টলেকের বাড়িতে যায়। শুক্রবার ভোরের আগে ৩ টে ২০ নাগাদ গ্রেফতার হন তিনি। “গভীর ষড়যন্ত্রের শিকার আমি”, ইডি দপ্তরে ঢোকার আগে বলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার জালে রাজ্যের আরও এক মন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিটে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। আর পুজো শেষ হতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন।
বৃহস্পতিবার অধুনা বনমন্ত্রীর সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতে ভোর থেকে তল্লাশি শুরু করে ইডি। তাঁর বেনিয়াটোলার পৈত্রিক বাড়িতেও হাজির হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে সেখানে থাকেন না বনমন্ত্রী। সল্টলেকের দুটি বাড়িতেই নিয়ম করে থাকেন তিনি। বৃহস্পতিবার দিনভর সেখানে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা।বৃহস্পতিবার রাত ৩টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি।
এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”