কয়লা পাচার কাণ্ডে ফের ইডি তলবের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে, কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর শালিকা মেনকা গম্ভীরাকেও দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে ইডি।
সোমবারই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘আজ অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কালই না ওকে তলব করা হয়।’ সেই আশঙ্কাই মঙ্গলবার সত্যি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেককে তলব করল ইডি।এদিন তিনি আরও বলেন, ‘অভিষেককে তো আগেও দু’বার নোটিশ ধরিয়েছে। এমনকি, নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে। এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।’
কয়লা পাচার কাণ্ডে আগেও একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেককে। এই নিয়ে অভিষেক-রুজিরা শীর্ষ আদালতে আবেদনও জানিয়েছিলেন, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই কথা মতই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি।