২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে খেলা জমে গেল রাজ্যে। নারদাকাণ্ডে আরও তৎপর হল ইডি। বিজেপি নেতা মুকুল রায়কে আগেই নোটিস ধরিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে অনেকে মুচকি হেসেছিলেন। দেখ কেমন লাগে বলেছিলেন মনে মনে। কারণ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও ইডি পিছু ছাড়েনি। এবার আরও ৫ জনকে নোটিস ধরাল ইডি। তাতে অস্বস্তি বাড়ল তৃণমূলের।
এই অস্বস্তির কারণ হল, তৃণমূলের রাঘববোয়ালরা হাতে নোটিস পেয়েছেন। সোমবার তৃণমূলের প্রথমসারির নেতা শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দার, সৌগত রায়–সহ এসএমএইচ মির্জাকে নোটিস পাঠিয়েছে ইডি। এখন মনে মনে মুকুল রায়ও বলতে শুরু করেছেন, দেখ কেমন লাগে। সুতরাং রাজ্য–রাজনীতিতে খেলা জমে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইডি সূত্রে খবর, নোটিসে এই ৫ জনকে তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ানের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে। এখানেই দেখা যাবে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন তাঁরা। পাশাপাশি কোন কোন সমযে ব্যাঙ্কে টাকা জমা পড়েছে এঁদের। সেই পরিমাণটা কত সেটাও জানা যাবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই নোটিসের উত্তরে যদি সাড়া তাঁরা না দেন? নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, তাহলে আর কি, জেল।
সূত্রের খবর, কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তিনি বিজেপিতে যোগ দিতে চান। বিজেপি তাতে রাজি হলেও শুভেন্দুর নানা শর্ত মেনে নিতে রাজি হয়নি। তখন তিনি জল মাপতে চুপ করে থাকেন। এই পরিস্থিতিতে এবার সময়সীমা দিয়ে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে ইডি’র পক্ষ থেকে। অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। সেটাই করেছে বিজেপি। এখন দেখার শুভেন্দু কবে বিজেপিতে যোগ দেয়।